সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুরান জাহানপুর গ্রাম থেকে শাহীন মিয়া (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে শাহীন পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে যায়। সকালে তাকে শয়ন কক্ষে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে বাড়ি পেছনে একটি আম গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসএইচ/