আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল চন্দ্র দাস (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন খাদেম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোর ৫টার দিকে সুনিল আশপাশের জেলেদের সঙ্গে আখাউড়া–সিলেট রেলপথের পাশে খরমপুর বাইপাস এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় স্থানীয় জেলেরা দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএ