সিলেট: আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সিলেটের কুখ্যাত ডাকাত হাবিবুর রহমান ওরফে হবিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
হবি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়কাপন এলাকার মৃত তজমুল আলীর ছেলে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, হবির নামে কোতোয়ালি, এয়ারপোর্ট, শাহপরান, জালালাবাদসহ বিভিন্ন থানায় প্রায় অর্ধডজন মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এনইউ/এটি