ব্রাহ্মণবাড়িয়া: ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসের চাপায় নিহত হয়েছেন ৩ নারী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকায় এনা পরিবহনের একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়।
সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাছির মিয়ার স্ত্রী শামসুন্নাহার (৪০), একই গ্রামের আব্দুল জালালের স্ত্রী আজিজা বেগম (৪৫) ও পাশের মহলদার গ্রামের মতি মিয়ার স্ত্রী আফিয়া বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ থেকে দুপুরে ভিজিএফের চাল নিয়ে মহাসড়ক ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই তিন নারী। ইসলামাবাদ এলাকায় বেপরোয়া গতিতে আসা এনা পরিবহনের ঢাকা থেকে আসা সুনামগঞ্জগামী একটি বাস হঠাৎ তাদের চাপা দিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয় বাসের ১০ যাত্রী।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, বাসের আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, নিহতদের পরিবারকে দাফন বাবদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
এদিকে, এ ঘটনায় নিহতদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫/আপডেটেড: ১৬৪৫ ঘণ্টা
এসআই/এসআর