ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মায় ট্রলারডুবিতে ২৮ গরু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পদ্মায় ট্রলারডুবিতে ২৮ গরু নিখোঁজ ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় ৩৫টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে ২৮টি গরু নিখোঁজ রয়েছে।



বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের অদূরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ডুবে যাওয়া ট্রলারের গরুর বেপারি ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে ট্রলারে থাকা ৭টি গরু জীবিত উদ্ধার করা হয়।

তবে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে ২৮টি গরু।

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলরত এম এল ঐশি নামে একটি ট্রলারের ধাক্কায় গরুবাহী ট্রলারটি ডুবে যায় বলে জানা গেছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) মোশারফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।