রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার নারাণপুর কান্দিপাড়া গ্রামে মামার পাখি শিকার করা বন্দুকের গুলিতে ভাগ্নে জাকির হোসেন (১৫) গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘার নারায়ণপুর কান্দিপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে আরেক ছেলে নজরুল ইসলামের আর্থিক বিষয়ে দ্বন্দ্ব চলছিল।
এর জের ধরেই দুই ভাই বিবাদে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে মোজাম্মেলের মেয়ে জামাই জহির উদ্দিন এবং তার ছেলে জাকির হোসেনসহ স্থানীয় লোকজন ছুটে আসেন।
তারা দুই ভাই নাসির ও নজরুলকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে নজরুলকে একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় অপর ভাই নাসির ঘর থেকে পাখি শিকারের বন্দুক নিয়ে নজরুলকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ভাগ্নে জাকির হোসেনের গলায় লাগে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি ঘটনাটি শুনেছেন। কিন্তু এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসএস/এএসআর