বরিশাল: বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল ও এর কম্পাউন্ডে গত ৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও কম্পাউন্ডের বাসিন্দারা।
পানি না থাকায় হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজসহ নিত্য প্রয়োজনীয় সব কাজ বন্ধ হয়ে গেছে।
তবে হাসপাতাল কম্পাউন্ডের দু’টি নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করছেন রোগী ও তাদের স্বজনেরা।
এদিকে, পানি না থাকার বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলে তারা পানি সাপ্লাই প্লান্টে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কাজ শেষ হয়নি।
![](files/September2015/September23/mannual_455183986.jpg)
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৫০ জন রোগী রয়েছেন। পানি না থাকায় তারা বিভিন্নভাবে পানি সংগ্রহ করে গোসল ও প্রাকৃতিক কাজ সারছেন। একইভাবে নিত্যদিনের কাজ সারছেন হাসপাতাল কমপ্লেক্সের ভেতরের কোয়ার্টারের বাসিন্দারা।
রোগী কম থাকায় ভোগান্তি থাকলেও তা প্রকট আকার ধারণ করেনি বলে দাবি করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন।
তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর পানির পাম্পে সমস্যা দেখা দেয় ও পানির সঙ্গে কাদা-বালু উঠতে থাকে। এরপর থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, বিষয়টি দেখার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা কাজ শুরু করলেও কবে সম্পন্ন হবে তা জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর