ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে খুলনায় শিশু অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে খুলনায় শিশু অপহরণ

খুলনা: পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে খুলনায় রাইসা (২) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শিপইয়ার্ড সংলগ্ন মতিয়াখালী এলাকার বাড়ির ভেতর থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।



অপহৃত শিশুর বাবা নূরুল ইসলাম বলেন, নগরীর ৩১নং ওয়ার্ডের মতিয়াখালীস্থ নিজ (২১নং হোল্ডিং) বাড়িতে রাইসা খেলা করছিল। এ সময় কয়েকজন বাড়িতে ঢুকে জোরপূর্বক শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এদিকে, মেয়েকে ফিরে পেতে তাৎক্ষণিক তিনি বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেন। কিন্তু আরও টাকা না দিলে ছাড়বে না বলে অপহরণকারীরা জানিয়ে দিয়েছে।

বিষয়টি খুলনা সদর ও লবণচরা থানা এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জানিয়েছেন বলে জানান নূরুল ইসলাম।

এ ব্যাপারে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, শিশু অপহরণের বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।