ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে হতদরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
গাংনীতে হতদরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরের গাংনী পৌর এলাকার হতদরিদ্র সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে খাদিজা-আশরাফ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গাংনীতে খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করেন।

ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশরাফ ভেণ্ডারের সভাপতিত্বে এ চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের সহ-সভাপতি সাহানা ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, গাংনী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নবীর উদ্দীন, যুবলীগ নেতা ফারুক হোসেন, আনারুল ইসলাম বাবু ও মাহবুব হোসেন।

উল্লেখ্য, গাংনীর বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম এই ফাউন্ডেশনের মাধ্যমে পৌর এলাকার চার হাজার দরিদ্র পুরুষ-নারীকে প্রতি মাসে ১০ কেজি করে চাল দিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।