জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত দুই যুবকের মৃত্যু হয়েছে।
এরা হলো: হাসিবুল (২৫) এবং জিহাদ (৩০)।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডের দুরমুঠ হাতিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমূল ইসলাম জানিয়েছেন, রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডের দুরমুঠ হাতিজা এলাকায় একটি নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশরাফ
(৩০), রাশেদ (৩০), হাসিবুল (২৫) এবং জিহাদ (৩০) নামে চার যুবক আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে হাসিবুল ও জিহাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তাদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএ