ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত দুই যুবকের মৃত্যু হয়েছে।

এরা হলো: হাসিবুল (২৫) এবং জিহাদ (৩০)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডের দুরমুঠ হাতিজা এলাকায় এ দুর্ঘটন‍া ঘটে।

মেলান্দহ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমূল ইসলাম জানিয়েছেন, রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডের দুরমুঠ হাতিজা এলাকায় একটি নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশরাফ
(৩০), রাশেদ (৩০), হাসিবুল (২৫) এবং জিহাদ (৩০) নামে চার যুবক আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে হাসিবুল ও জিহাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাদের  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তাদের মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।