পিরোজপুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আবদুল হক জমাদ্দার (৪৭) ও তার ছেলে কলেজছাত্র তালিফ জমাদ্দারকে (১৬) কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চড়াইল গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে।
গুরুতর জখম আবদুল হক জমাদ্দারকে দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতদের পারিবারিক সূত্র জানায়, সকালে তালিফ জমাদ্দার কোরবানির গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশের মাঠে নিয়ে যান। এ নিয়ে প্রতিবেশী নিজামুল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় তালিফের বাবা আবদুল হক সেখানে যান।
কথা কাটাকাটির একপর্যায়ে নিজামুল হক ও তার ভাগ্নে রাসেলসহ চার/পাঁচ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে আবদুল হক ও তালিফকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আবদুল হকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাসেল ও সোহেল নামে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর