ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ‘চোরাই’ বিদ্যুতের তারে জড়িয়ে হকারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
সিলেটে ‘চোরাই’ বিদ্যুতের তারে জড়িয়ে হকারের মৃত্যু

সিলেট: সিলেট নগরীর জালালালাবাদ পার্কের সামনে চোরাই বিদ্যুতের তারে জড়িয়ে মুজিবুর রহমান (৩৫) নামে এক হকার মারা গেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



মুজিবুর সিলেট ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার বুরুঙ্গা এলাকার রইছ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন মুজিব। প্রতিদিনের মতো বিদ্যুতের চোরাই লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত ‍ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন যাবৎ নগরীর ভেতরে হকারদের চোরাইভাবে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা দিয়ে আসছে। এর কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের ক’জন ব্যবসায়ী জানান, চোরাই লাইন থেকে প্রায় পাঁচ শতাধিক লাইট জ্বলে। এই বিদ্যুৎ সরবরাহ দেন হকার্স লীগ নেতা আব্দুর রকিব ও তার লোকজন। বিনিময়ে তিনি টাকাও নিয়ে থাকেন। তবে দুর্ঘটনার পর রাত থেকে আপাতত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নগর হকার্সলীগ সভাপতি আব্দুর রকিব বাংলানিউজকে বলেন, নগরীর ভেতরে পাঁচ থেকে ছয়শো হকারকে তিনি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। তাছাড়া বিদ্যুৎ সরবরাহ করে টাকা আদায়ের ঘটনাও সঠিক নয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।