ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অজ্ঞানপার্টির খপ্পড়ে ২ বিজিবি সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
রাজশাহীতে অজ্ঞানপার্টির খপ্পড়ে ২ বিজিবি সদস্য প্রতীকী

রাজশাহী: ঢাকা থেকে নৈশকোচে বাড়ি ফেরার পথে রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে জ্ঞান হারিয়েছেন মাসুদ রানা ও রিপন আলী নামে দুই বিজিবি সদস্য। তবে তাদের কাছে থেকে কি কি খোয়া গেছে তা এখনও জানা যায়নি।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
 
এর মধ্যে মাসুদ রানার বাড়ি রাজশাহী গোদাগাড়ী উপজেলার বেল্লপাড়া গ্রামে এবং রিপন আলীর বাড়ি নাটোর লালপুর উপজেলার রামপাড়া গ্রামে। তারা দু’জনই ঢাকার পিলখানা বিজিবি ক্যাম্প থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উদ্ধারকারীরা বিজিবির ওই দুই সদস্যকে অচেতন অবস্থায় রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

তিনি ‍আরও জানান, পরে তাদের কাছে থাকা পরিচয়পত্র দেখে বিজিবি সদস্য হিসেবে শনাক্ত করা হয়। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।