সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার নিহত চার যাত্রীর পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন-মুহিবুর রহমান (৩৫), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভোজনা গ্রামের মনো মিয়ার ছেলে ও বিমানবাহিনীর এলএসসি, জলি রানী দাস (৩৫) জেলার জগন্নাথপুরের জগদীশ দাসের স্ত্রী, হরিপদ দাস (৩৯) জামালগঞ্জের গঙ্গাধরপুর গ্রামের মৃত জয়চরন দাসের ছেলে ও মতিলাল চক্রবর্তী সুনামগঞ্জের নৌকাখালী গ্রামের মৃত লক্ষীলাল চক্রবর্তীর ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালককে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায় নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সকাল সোয়া ৮টার দিকে ছাতক থেকে একটি কাভার্ডভ্যান সিলেট যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও অটোরিকশা চালক আহত হয়।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএ