ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে সাঈদ খোকন

দিনের বর্জ্য দিনেই অপসারণ

সালাহ উদ্দিন জসিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
দিনের বর্জ্য দিনেই অপসারণ মোহাম্মদ সাঈদ খোকন

ঢাকা: ৪৮ বা ২৪ ঘণ্টা নয়, দিনের বর্জ্য দিনেই অপসারণ করে পরিচ্ছন্ন ঢাকা উপহার দেবেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
 
পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়ে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


 
সাঈদ খোকন বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় আমারা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদের দিন দুপুর থেকে কাজ শুরু করবেন। সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এভাবে প্রতিদিনকার বর্জ্য প্রতিদিন সন্ধ্যার মধ্যেই সরিয়ে ফেলা হবে।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়মিত পাঁচ হাজার পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে আরও তিন হাজার কর্মী যুক্ত হবেন। মোট আট হাজার পরিচ্ছন্নতাকর্মী ঈদের তিনদিন কাজ করবেন বলে জানিয়েছেন ডিএসসিসি’র মেয়র।
 
এছাড়া গরুর হাটের বর্জ্য অপসারণের জন্য পৃথকভাবে কাজ করবেন কর্মীরা। এজন্য ইজারাদারদেরও সহায়তা চাওয়া হয়েছে। সাঈদ খোকন বলেন, এই শহর আমাদের সবার। সবাই মিলেই ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে হবে।
 
মেয়র বলেন, সুশৃঙ্খলভাবে কোরবানি করা, দ্রুত পরিচ্ছন্ন করে সুন্দর পরিবেশ রক্ষার জন্য এবার আমরা প্রতিটি ওয়ার্ডে ৪/৫টি করে পুরো ডিএসসিসি’তে ৩২৮টি কোরবানির স্পট নির্ধারণ করেছি। কাউন্সিলর ও কর্মকর্তাদের মাধ্যমে এসব স্পট সরাসরি তত্ত্বাবধায়ন করা হবে।
 
‘স্পটে সামিয়ানা থাকবে। যাদের বাড়ির আঙ্গিনায় কোরবানি করার জায়গা নেই, তারা যার যার কোরবানির পশু সেখানে স্বাচ্ছন্দ্যে জবাই, চামড়া অপসারণ, মাংস কাটা-কাটি, চামড়া বিক্রিসহ যাবতীয় কাজ করতে পারবেন’।
 
সেজন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে কসাই দেওয়াসহ যাবতীয় সহায়তা করা হবে। ফলে এক জায়গায় থাকায় বর্জ্য অপসারণ সহজ হবে- যোগ করেন মেয়র।
 
স্পট নির্ধারণ করে কোরবানি দেওয়ার এই নতুন পদ্ধতির কারণে সাধারণ মানুষ বিপাকে পড়বেন কিনা জানতে চাইলে মেয়র বলেন, যেহেতু এবারই প্রথম আমরা কাজটি শুরু করছি, স্বাভাবিকভাবেই একটু ঝামেলা পোহাতে হবে। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হবে না।  
 
তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং মানুষজনকে এসব স্পটে এসে পশু কোরবানি করার জন্য ইতোমধ্যে লিফলেট বিতরণ, মেয়রের অনুরোধ সংযুক্ত পত্র বিলি করা হয়েছে। কোরবানির আগের দুইদিন মাইকিংও করা হবে জানিয়েছেন মেয়র।
 
ওই স্পটগুলো বেশিরভাগই স্কুল মাঠ, ঈদের পরপরই সমাপনী পরীক্ষা আছে- সামগ্রিকভাবে সুবিধার চেয়ে সমস্যা বেশি হবে কিনা? এমন প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, যথাসময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারলে সমস্যা হবে না। আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবো। আশা করি, সমস্যা হবে না।
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসইউজে/আইএ

** ঢাকা দক্ষিণে বর্জ্য অপসারণে কাজ করবে ৮ হাজার কর্মী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।