গাজীপুর: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনা ঘটে।
গাজীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম এই সংবাদদাতাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে ভোগড়া বাইপাস এলাকায় শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়ানো ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান এসআই বাহার।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএ