ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা দক্ষিণে বর্জ্য অপসারণে কাজ করবে ৮ হাজার কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ঢাকা দক্ষিণে বর্জ্য অপসারণে কাজ করবে ৮ হাজার কর্মী মোহাম্মদ সাঈদ খোকন

ঢাকা: পবিত্র ইদুল আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির জবাই করা পশুর বর্জ্য অপসারণে ৫ হাজার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অতিরিক্ত আরও তিন হাজার কর্মী কাজ করবেন বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের কাছে একটি ফুট ওভারব্রিজ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।



একই সঙ্গে বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ও নগরবাসীর সহায়তা চেয়েছেন তিনি।

সাঈদ খোকন বলেন, আমিসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী বর্জ্য অপসারণে কাজ করবেন। আমরা প্রতিদিনকার বর্জ্য দিন শেষে পরিষ্কার করে ফেলব। এজন্য আমাদের ৫ হাজার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অতিরিক্ত আরও তিন হাজার কর্মী কাজ করবেন। তবে এটাও যথেষ্ট নয়। এরিয়া অনেক বড়। এজন্য ঢাকাবাসীকে সহায়তা করতে হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের এ মেয়র বলেন, এ নগরী আমাদের। আসুন আমরা সবাই মিলে একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।

এ সময় দুর্ঘটনা এড়াতে সবাইকে ফুটওভারব্রিজ ব্যবহারের অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসইউজে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।