ঢাকা: কোনোভাবেই কোরবানির পশুর চামড়া পাচার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
![](files/September2015/September23/Gabtaly_hat_dmp1_b_700768262.jpg)
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চামড়া পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাচারের সম্ভাব্য পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
ট্যানারি অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের নির্ধারিত মূল্যেই চামড়া বিক্রি হবে জানিয়ে মন্ত্রী বলেন, হাটের নির্দিষ্ট জায়গাতেই পশু বিক্রি হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেনের জন্য হাটগুলোতে সান্ধ্যকালীন ব্যাংকিং চালু করা হয়েছে।
এছাড়াও মহাসড়কে যানজট নিরসনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমআইএস/এসইউ