ঢাকা: ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ মাঠে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাডিপ অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, পবিত্র ঈদে রাষ্ট্রপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। এজন্য প্রতিবারের মতো এবারও র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারের প্রস্তুতি বিষয়ে বেনজীর আহমেদ বলেন, ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, র্যাবের কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক মনিটরিং, ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা, বোম্ব ডিস্পোজাল ইউনিটসহ সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি থাকেবে। আর এসবের দায়িত্বে থাকবেন র্যাব ও পুলিশের নিরাপত্তাকর্মীরা।
এছাড়া সার্বিক নিরাপত্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে বলে জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, জরুরি অবস্থা মোকাবেলার জন্য র্যাবের স্ট্যান্ডবাই ফোর্স রিজার্ভ থাকবে।
‘শুধু জাতীয় ঈদগাহ মাঠেই নয়, রাজধানীর প্রতিটি ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
টিএইস/জেডএফ/এমএ