ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ৩২ হাজার যৌন উত্তেজক ট্যাবলেটসহ ২ তরুণকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি জানান।
আটক দুই তরুণ হলেন, যশোর জেলার কোতয়ালি থানার বকচর চৌধুরী পাড়ার হাফিজুর রহমান (২৫) ও মো. রানা (২২) ।
ওসি রুহুল আমিন জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ম-৫৪-২১৩৮) তল্লাশি চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বুধবার আদালতে নেওয়া হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এআর/এমএ