ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে যৌনকর্মীদের সেমাই-চিনি-সুজি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ফরিদপুরে যৌনকর্মীদের সেমাই-চিনি-সুজি বিতরণ

ফরিদপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে যৌনকর্মীদের মধ্যে সেমাই, চিনি ও সুজি বিতরণ করেছে শাপলা মহিলা সংস্থা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নে সিএন্ডবি ঘাট এলাকার ১৮৩ জন যৌনকর্মীর মধ্যে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।



শাপলা মহিলা সংস্থার সমন্বয়কারী প্রশান্ত কুমার সাহা বাংলানিউজকে জানান, প্রত্যেক যৌনকর্মীকে সাড়ে চারশ’ গ্রাম ওজনের দুই ধরনের সেমাই, দুই কেজি চিনি ও আধা কেজি সুজি বিতরণ করা হয়।

এ সময় ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুজ্জামান ও সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম প্রামাণিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।