রংপুর (বদরগঞ্জ): চলাচলের সুবিধার জন্য রংপুরের বদরগঞ্জ উপজেলার ২৪ শারীরিক প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রংপুর-দুই আসনের (বদরগঞ্জ-তারাগঞ্জ) সংসদ সদস্য ডিউক চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মধ্যে এসব ট্রাইসাইকেল বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে ট্রাইসাইকেল বিতরণ করার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু তালেব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক বেলাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআই।