ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে চরমপন্থিকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
যশোরে চরমপন্থিকে গুলি করে হত্যা

যশোর: যশোরে দিনে-দুপুরে মোজাপমেল ওরফে নকশাল মোজাপমেল (৫৪) নামে এক চরমপন্থি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শরশুনাদহ বাজারে তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।



নিহত চরমপন্থি নেতা মোজাপমেল যশোর সদর উপজেলার শালিয়াট গ্রামের শাহজাহান আলীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা ছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শ (এসআই) মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মোজাপমেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোজাপমেল দুই সহযোগীকে নিয়ে একটি মোটরসাইকেলযোগে সদর উপজেলার শরশুনাদহ বাজারে আসেন। এ সময় একটি চায়ের দোকানে বসার কিছুক্ষণ পরে একদল সন্ত্রাসী এসে চায়ের দোকানটি ঘিরে ফেলে। পরে তারা মোজাপমেলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, নিহত মোজাপমেল পুলিশের তালিকাভুক্ত চরমপন্থি সন্ত্রাসী। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি, বাঘারপাড়া, ঝিনাইদহের কালীগঞ্জ ও মাগুরার শালিখাসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।