ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান আইএসপিআর

ঢাকা: যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ১১ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান। সফরকালে ‘প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম’ এ অংশ নেন তিনি ।

এছাড়া পার্ল হারবার-এ ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের সদর দফতর, বিমান বাহিনী ঘাঁটি চালর্সস্টোনে ‘ইউএস এয়ার ফোর্স মোবিলিটি কমান্ড’সহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন এয়ার মার্শাল আবু এসরার।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান এয়ার অ্যান্ড স্পেস কনফারেন্স অ্যান্ড টেকনোলজি এক্সপোজিশন, দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা এবং মানবিক সহায়তা বিষয়ক আলোচনা ও প্রদর্শনীতে অংশ নেন।

সফরকালে বিমান বাহিনী  প্রধান যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে গত ০৯ সেপ্টেম্বর এক সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এয়ার মার্শাল আবু এসরার।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আইএসপিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।