বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের দেড় বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশি ৭ কিশোরকে।
বুধবার (২৩ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে তাদের সোপর্দ করে।
ফেরত আসা কিশোররা হলো, ফেনীর দাগনভুঞা উপজেলার উত্তর জাইরসকর গ্রামের সামসুরের ছেলে জাহিদুল (১৩), সাতক্ষীরার রায়েরখোলা গ্রামের মুজিবরের ছেলে আমানুল্লা (১৬), বাসতলা গ্রামের আবু তালেবের ছেলে ছালাম (১৪), কালেরডাঙ্গা গ্রামের মুজিবরের ছেলে সাগর (১৫), দোলিইপুর গ্রামের আশরাফের ছেলে শাহিনুর (১৬), বাগেরহাটের মালিপাটন গ্রামের টুলু শেখের ছেলে কাওছার (১৫) ও খুলনার ঢোলখোলা গ্রামের জিয়ার ছেলে সাব্বির হোসেন (১৪)।
পুলিশ জানায়, দেড় বছর আগে এসব কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। পরে সেদেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতার ‘ধুবাশ্রম’ নামে একটি এনজিও ওই ৭ কিশোরকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।
পরে তাদের নাম-ঠিকানা যাচাই করে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বুধবার তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরদের পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তারা তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেবেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর/