ঢাকা: রাজধানীতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এর মধ্যে হাতিরঝিল থেকে এক তরুণের ভাসমান মরদেহ এবং খিলক্ষেত ব্রিজের নিচ থেকে ট্রেনে কাটাপড়া অজ্ঞাতপরিচয় আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে হাতিরঝিল ব্রিজের নিচ থেকে এহসান আহমেদ তুষার (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জনৈক রুহুল আমিনের ছেলে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কাফরুল থানার পূর্ব কাজীপাড়ার ১৩৩/১ নম্বর বাড়িতে বসবাস করতেন।
তুষারের বড়ভাই আমিনুর রহমান জানান, তুষার মানসিক রোগগ্রস্ত ছিল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বুধবার সকালে মরদেহ ভাসতে দেখে আশেপাশের লোকজন খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে।
অন্যদিকে, রাজধানীর খিলক্ষেত ব্রিজের নিচে ট্রেনে কাটাপড়া অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টায় ব্রিজের নিচে রেললাইনের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এজেডএফ/জেডএফ/এবি