ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেক জরুরি বিভাগ সংলগ্ন রাস্তায় গর্ত, রোগীদের দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ঢামেক জরুরি বিভাগ সংলগ্ন রাস্তায় গর্ত, রোগীদের দুর্ভোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রধান ফটক থেকে জরুরি বিভাগ পর্যন্ত রাস্তায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এসব গর্ত আরো বড় হয়ে যাওয়ায় বেড়েছে রোগীদের দুর্ভোগ।



হাসপাতালের প্রধান ফটক থেকে জরুরি বিভাগে পৌঁছানোর ব্যস্ত রাস্তাটুকুর এ বেহালদশায় বিড়ম্বনায় পড়ছে জরুরি বিভাগে আসা অ্যাম্বুলেন্সগুলো। তীব্র ঝাঁকুনিতে কষ্ট পাচ্ছেন এ রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ও অন্যান্য পরিবহনে আসা অসুস্থ রোগীরা।

সরেজমিন বুধবার (২৩ সেপ্টেম্বর) এ চিত্র দেখা গেছে। বিকেলে অ্যাম্বুলেন্সযোগে এক অন্তস্বত্তা নারীকে নিয়ে ঢামেক জরুরি বিভাগে আসেন তার স্বজনরা। এ সময় খানা-খন্দের ঝাঁকুনিতে চিৎকার করে ওঠেন ওই নারী।

ভুক্তভোগীরা ক্ষোভের সঙ্গে বাংলানিউজের কাছে দুর্ভোগের নানা চিত্র তুলে ধরেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান,
অত্যন্ত জরুরি এই রাস্তাটি আরো আগেই সংস্কার করা উচিৎ ছিল। কিন্তু ঈদের ছুটির জন্য আরো এক সপ্তাহে তা করা সম্ভব হবে বলে মনে হয় না।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, ১২ থেকে ১৩ দিন ধরে রাস্তাটিতে খানা-খন্দ দেখছি। ক’দিনের বৃষ্টিতে তা আরো বেড়েছে। বেড়েছে রোগীদের দুর্ভোগও।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এজেডএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।