রাজশাহী: যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বিপুল আনন্দ-উদ্দীপনায় ঈদুল আজহা উদযাপনের জন্য এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ঈদের প্রস্তুতি গ্রহণের বিষয়ে জানিয়েছেন।
ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে ঈদের দিন সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
এদিন সরকারি ভবন ও সড়কদ্বীপগুলো সাজানো হবে। গুরুত্বপূর্ণ ভবনগুলোতে রাতে শোভা পাবে বর্ণিল আলোকসজ্জা। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়গুলো ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সাজানো হবে। সড়ক ও সড়কদ্বীপগুলো রাঙানো হবে নতুন রঙে।
রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এজন্য ঈদগাহ ময়দান এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে।
এতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ:) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলী। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময় টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয়টি হবে সোয়া ৮টায় সাহেব বাজার বড় রাস্তায়।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কারাগার, শিশু সদন, শিশু নিবাস, সেফ হোম, ছোট মণি নিবাস, শিশু কেন্দ্র, শিশু পল্লী ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদ উদযাপনে সিটি করপোরেশনও পৃথকভাবে উদ্যোগ নিয়েছে।
সন্ধ্যায় ঈদ উপলক্ষে উৎসব সিনেমা হল, লক্ষ্মীপুর মোড় ও ভুবন মোহন পার্কে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এছাড়া আনন্দঘণ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেনো কোনো অবনতি না ঘটে এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসএস/জেডএস