ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে যুবকের ছয় মাসের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
রূপগঞ্জে যুবকের ছয় মাসের কারাদণ্ড ছবি : প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে বোরহান মিয়া নামে আটক এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত বোরহান মিয়া উপজেলার মাহনা এলাকার ফায়েস মিয়ার ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে মাহনা এলাকায় আব্দুল হক নামে এক পোশাক কারখানার শ্রমিকের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় বোরহান মিয়া।

ছিনতাইকারীদের কবলে পড়া আব্দুল হকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোনসহ বোরহান মিয়াকে আটক করে।

পরে আটক বোরহান মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।