ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের সালথায় ডাকাতি, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ফরিদপুরের সালথায় ডাকাতি, আহত ৭

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা সাতজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সুজিত রায় জানান, রাত আড়াইটার দিকে ২৫/৩০ জনের একটি ডাকাতদল ওই গ্রামের চিকিৎসক সেন্টু রায়ের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ডাকাতি শুরু করে। ডাকাতরা দুই ভরি ওজনের সোনার অলংকার, কয়েকটি মুঠোফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে।

এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদলকে ধাওয়া করে। এ সময় ডাকাতদলের সদস্যরা শাবল ও ছুরির আঘাতে সাতজনকে আহত করে পালিয়ে যায়।

আহতরা হলেন, হারান মৈত্র, কাদির দর্জি, মো. আমিন, নূর ইসলাম, আব্দুল কাদের, মো. বিল্লাল ও ওমর আলী। আহতরা স্থানীয় চিকিৎসকদের কাছে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটঘর ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুল লতিফ মিয়া বলেন, গ্রামবাসী এগিয়ে আসায় ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে পালানোর সময় তারা ওই গ্রামের সাতজনকে দেশীয় অস্ত্রের আঘাতে আহত করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।