ফেনী: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার ফেনীর বিভিন্ন এলাকার ৫টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হবে।
গ্রামগুলো হলো, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর, খাইয়ারা, ফেনী পৌর শহরের খাজুরিয়া, পরশুরাম উপজেলার অনন্তপুর ও সোনাগাজীর রগুনাথপুর।
ফেনী সদর উপজেলার ফরহাদ নগরের শাহ আমানীয়া জাহাগারীয়া দরবার শরীফে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ওই ঈদগাহের ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম নবী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার মীর্জাখিল দরবার শরীফের অনুসারী। ওই দরবারের অনুসারীরা গত ১৭০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর