ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর ও সালথা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকারি মালিক, ফল ও মিষ্টি ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া চার মোটরসাইকেল আরোহীকে নয়শ’ টাকা জরিমানা করা হয়।


  
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামে অবস্থিত ভাই ভাই বেকারিতে অভিযান চালান। অভিযানকালে নোংরা, অবহেলা ও অযত্নে বেকারির সামগ্রী প্রস্তুত করার দায়ে ওই বেকারির মালিক মো. ফারুক হোসেনকে ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সরোয়ার হোসেন।

অন্যদিকে নির্বাহী হাকিম ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সালথা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত ফল ব্যবসায়ী আরব আলীকে এক হাজার টাকা ও  মিষ্টি ব্যবসায়ী বিমল চৌধুরীকে এক হাজার টাকাসহ মোট দুই হাজার টাকা জরিমানা করেন।

একই সময় মোটরসাইকেলে নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জাহাঙ্গীর হোসেনকে পাঁচশ’ টাকা, রাফিজুলকে দুইশ’ টাকা এবং সাহাদত হোসেন ও অহিদুলকে একশ’ টাকা করে মোট নয়শ’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) বিশ্বাস রাসেল হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মোটরসাইকেল অধ্যাদেশে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।