ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ফরিদপুরের সালথায় মোটরসাইকেল চুরি

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে ইউএনও অফিসের অফিস সহকারী কামরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।



কামরুল ইসলাম জানান, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে ইউএনও অফিসের নিচতলায় সিঁড়ির গোড়ায় মোটরসাইকেল(ডিসকভার ১০০ সিসি) তালাবদ্ধ রেখে অফিস করেন তিনি। প্রতিদিনের মতো বুধবার মোটরসাইকেলটি রেখে অফিস করতে যান। বিকাল আনুমানিক ৩টার দিকে তিনি অফিস কক্ষ থেকে বের হয়ে নিচে এসে দেখেন, তার মোটরসাইকেলটি সেখানে নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনাটি সালথা থানা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।