ময়মনসিংহ: প্রবল বর্ষণে মাটির দেয়াল ধসে ময়মনসিংহের হালুয়াঘাটে মনিন্দ্র মানকিন (৯০) ও তার স্ত্রী রমিলা রিসিলের (৮০) মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবরাকুড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা বৃদ্ধ দম্পত্তি ক’দিন আগে হালুয়াঘাটে তাদের মেয়ে দিপালী রিসিলের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে প্রবল বর্ষণে মাটির দেয়াল ধসে ঘটনাস্থলেই তারা মারা যান।
বুধবার দুপুরে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএএম/জেডএস