ময়মনসিংহ: ময়মনসিংহে সাত ধূমপায়ীকে জরিমানা করেছেন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আল ইমরান রুহুল ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালত এলাকায় ধূমপান করার দায়ে এ সাত জনকে একশ’ টাকা করে জরিমানা করেন তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০১৫ এর ৪(২) ধারা অনুযায়ী, সাত জনের কাছ থেকে একশ’ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম।