লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের এমদাদুল হকের ছেলে শামিম রেজা রবি (৩৩) ও একই উপজেলার গাড়া গ্রামের ফজলুল হকের ছেলে শামসুজ্জামান (৩৬)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিকেলে তিস্তা ব্যারাজ এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহ হওয়ায় একটি মোটরসাইকেল থামিয়ে এর দুই আরোহী শামসুজ্জামান ও রবিকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআই