ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা কমপ্লেক্স থেকে ইউএনও অফিসের অফিস সহকারী কামরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
কামরুল ইসলাম জানান, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে ইউএনও অফিসের নিচতলায় সিঁড়ির পাশে (ডিসকভার ১০০ সি.সি.) মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রেখে অফিস করেন তিনি। প্রতিদিনের মতো বুধবারও তেমনই ছিল। বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি অফিস কক্ষ থেকে বের হয়ে নিচে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই।
চুরির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনাটি সালথা থানা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আইএ