ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

৬ মাসের ছেলেকে হত্যা করে বাবার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
৬ মাসের ছেলেকে হত্যা করে বাবার আত্মসমর্পণ ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরে নিজের ৬ মাস বয়সী ছেলেকে হত্যা করে মৃতদেহ নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন আউয়াল হোসেন (৩২) নামে এক পাষণ্ড।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শহরের শেরশাহ মোড় এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।



পরে রাত ৮টার দিকে ওই ব্যক্তি ছেলে লিখনের মৃতদেহ নিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

সন্তান হত্যাকারী আউয়াল হোসেন দিনাজপুর শহরের শেরশাহ মোড় বটতলী মোড় এলাকার মোসলেম ইদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

দিনাজপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে আউয়াল শিশুটির মৃতদেহ নিয়ে থানায় এনে জানান, তিনি নিজ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

এদিকে, শিশুটির মা লিপি আক্তার বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।