মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় হাজেরা খাতুন (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চমৎকার গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে তার নিজ কক্ষে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাজেরার মৃতদেহ দেখে তার বাড়ির লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআর