বান্দরবান: বান্দরবান শহরের বালাঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে রাইফেলসহ উহ্লা থোয়াই মারমা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
উহ্লা থোয়াই মারমা সদর উপজেলার কুহালং ইউনিয়নের বটতলীপাড়ার সাচিং মারমার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বালাঘাটা বাজারের কেএস প্রু মার্কেটে অভিযান চালায় পুলিশ। এসময় একটি রাইফেলসহ উহ্লা থোয়াইকে আটক করা হয়।
উহ্লা থোয়াই অস্ত্রটি বিক্রির উদ্দেশে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা পুলিশের।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআই