ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সন্ধ্যার বৃষ্টিতে মিরপুর জুড়ে হাঁটুপানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
সন্ধ্যার বৃষ্টিতে মিরপুর জুড়ে হাঁটুপানি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার বৃষ্টিতে রাজধানীর মিরপুরের শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ ও ১৩ নম্বরসহ অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।


 
বুধবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার দিকে মুষলধারায় বৃষ্টি নামে। এতে শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ ও ১৩ নম্বরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখা গেছে।

সরেজমিনে এসব এলাকার কোথাও কোথাও হাঁটু সমান বা এর বেশি পানি জমে থাকতে দেখা যায়। বেশ কিছু এলাকায় বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা মিশে যাওয়ায় সে পানি মাড়াতে গিয়ে নাকাল এলাকাবাসী।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমইউএম/আরএম



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।