ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে পশুর হাটে ভিড় বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
মৌলভীবাজারে পশুর হাটে ভিড় বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট।

ঈদ যতোই ঘনিয়ে আসছে, হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততোই বাড়ছে।

তবে সে অনুপাতে এখনো বিক্রি বাড়েনি।
   
বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠের পশুর হাটে গিয়ে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার দেশি-গরু, ছাগল, ভেড়াসহ পশুর সংখ্যা অনেক বেশি।

একাধিক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত ও নেপাল থেকে কিছুসংখ্যক গরু-ছাগল এলেও গত বছরের তুলনায় তা কম। এজন্য দেশি গরুর দামি এবার একটু বেশি।

বগুড়া থেকে আসা পশু ব্যবসায়ী আব্দুল মোতালিব  জানান, পশুর আমদানি বেশি হলেও তেমন বিক্রি হচ্ছেনা। দু’দিন আগে বগুড়া ও দিনাজপুর  থেকে ৪০টি গরু নিয়ে এলেও এখনো একটিও বিক্রি করতে পারেননি তিনি।

গরু কিনতে আসা ক্রেতা মতিউর রহমান ও আব্দুল কায়ুম জানান, সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কেনার জন্য চেষ্টা করছেন। তবে এবার দাম বেশি। গতবার যে গরু ৩০ হাজার টাকা কিনেছেন, এবার একই মাপের গরু ৫০ হাজার টাকায় কিনতে হচ্ছে।

এদিকে, জেলার মোকাম বাজার, ব্রাহ্মণবাজার, মুন্সিবাজার, চৌধুরীবাজার, রবিরবাজার, দীঘিরপাড় বাজার, আদমপুর বাজার, মাধবপুর বাজার, ফুলতলা বাজার, জুড়ি বাজার, বড়লেখা বাজার, শাহাবাজপুর বাজার কুলাউড়া পৌরসভা বাজার, শেরপুরবাজার ও শ্রীমঙ্গলবাজারে গরুর হাটও বেশ জমে উঠছে বলে জানা গেছে।

এদিকে, পশুর হাটের নিরাপত্তা নিয়ে সচেষ্ট পুলিশ। এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল জানান, জেলার বড় গরুর হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন দেওয়া হয়েছে।

এছাড়া গরুর হাটে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। সেইসঙ্গে রয়েছে ভ্রাম্যমাণ টিম।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।