ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীর ১০ গ্রামে বৃহস্পতিবার ঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পটুয়াখালীর ১০ গ্রামে বৃহস্পতিবার ঈদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালী জেলার ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মুসলমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দরবারের খাদেম নাজমুস শাহাদৎ।



তিনি জানান, পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে রোজা রাখতে হবে ও ঈদ উদযাপন করতে হবে-এ মতবাদে বিশ্বাসী এখানকার প্রায় দেড় হাজার মুসলমান ১৯২৮ সাল থেকে একদিন আগে রোজা শুরু করেন। আবার একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন।

এবারও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে এ মতবাদে বিশ্বাসী পটুয়াখালী সদর, বাউফল, গলাচিপা ও কলাপাড়া উপজেলার অন্তত ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মুসলমান একদিন আগে ঈদ উদযাপন করবেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।