ঢাকা: প্রশাসনের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কানিজ ফাতেমা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ কামালকে সচিব পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাইভেটাইজেশন বোর্ডের ভারপ্রাপ্ত সদস্য পরীক্ষিৎ দত্ত চৌধুরীকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জেডএস