বগুড়া: বগুড়ায় ১২৬ পিস ইয়াবাসহ মাহামুদ মোল্লা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের তিনমাথা সড়কের সেউজগাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাহামুদ শহরের সুত্রাপুর এলাকার মৃত মনসুর মোল্লার ছেলে।
র্যাব বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরেফা খাতুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এমজেড