ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্ভোগ-বিপত্তি পেরিয়ে ছুটছে মানুষ

এম আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
দুর্ভোগ-বিপত্তি পেরিয়ে ছুটছে মানুষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরতলী বাইপাস মোড় থেকে শহরের পাটগুদাম ব্রিজ মোড়ের কাছাকাছি মরাখলা পর্যন্ত আসতে ঘড়ি ধরে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে তৈরি পোশাক কর্মী সুজনের। শেষ পর্যন্ত আর দুর্ভোগ সহ্য করতে না পেরে পায়ে হেঁটেই ব্রিজ মোড় পর্যন্ত চলে এসেছেন তিনি।



বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাটগুদাম ব্রিজ মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন শেরপুরগামী বাসের জন্য। যানজটের কারণে ঢাকা থেকে ময়মনসিংহে আসতে অন্তহীন দুর্ভোগ-দুর্দশার কথা জানালেন তিনি। মাত্র আড়াই কিলোমিটার পথ যেখানে মাত্র পাঁচ মিনিটে পাড়ি দেওয়া যায়, সেখানে তিন ঘন্টা ! 

প্রশ্ন করতেই যেন মুখে খই ফুটে সুজনের, ‘একদিন বাদেই ঈদ। এখনো বাড়ি ফিরতে পারিনি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত পেরিয়ে যাবে। যানজটে ঈদের আনন্দটাই শেষ করে দিয়েছে। ’

একই বিষয়ে কথা হলো আবুল খায়ের নামে আরেক তৈরি পোশাক কারখানার কর্মীর সঙ্গে। ক্ষোভে-দুঃখে কণ্ঠ মেলালেন সুজনের সঙ্গে। বললেন, ‘ঢাকা থেকে শহরতলী বাইপাস পর্যন্ত এসেছি মাত্র দুই ঘণ্টায়। কিন্তু এরপর আর গাড়ি এগুচ্ছে না। ঈদে বাড়ি ফেরার এমন বিড়ম্বনা দুঃসহ যন্ত্রণার। ’ 

শুধু সুজন বা খায়েরই নন, নাড়ির টানে গ্রামের বাড়ি ফেরা শত শত মানুষের অভিযোগ অভিন্ন। এরপরেও প্রিয়জনের সান্নিধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাতেও মাটির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে রীতিমতো নাকাল হতে হচ্ছে যাত্রীদের। আর এ যানজট সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও।

ভুক্তভোগীদের অভিযোগ, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিকেল থেকেই থেমে থেমে যানজট ছিল। তবে রাতের বেলায় এ যানজট আরো তীব্র আকার ধারণ করে। বিশেষ করে মহাসড়কের চুরখাই এলাকা থেকে শহরের পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কে কচ্ছপগতিতে চলে দূরপাল্লার যান।

রাত ১০টার পর অবশ্য এ যানজট শহরতলী বাইপাস মোড় এলাকা থেকে পাটগুদাম ব্রিজ পর্যন্ত গিয়ে ঠেকে। এতে চরম ভোগান্তির মুখে পড়েন ঘরমুখো যাত্রীরা। ঈদের আগের দিন বৃহস্পতিবার ঘরমুখো মানুষের চাপে যানজট আরো বাড়তে পারে বলে আশঙ্কা যাত্রীদের।

শুধু যাত্রীরাই নন, অসহনীয় এমন যানজটে যানবাহনের চালকদেরও ত্রাহি মধুসূধন অবস্থা। রাত পৌনে ১২টার দিকে সিএনজি চালিত অটোরিকশা চালক আশরাফ আলী (৪৫) বলেন, বাইপাস থেকে সব রাস্তা বন্ধ। এ পথটুকু আসতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। সঠিক সময়ে কেউই গন্তব্যে পৌঁছাতে পারছে না।

এ বিষয়ে জানতে রাত সোয়া ১টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, ‘এখন কোনো যানজট নেই। গাড়ি ধীর গতিতে চলাচল করছে। যানজট নিরসনে মহাসড়কের ময়মনসিংহ সদরের বিভিন্ন পয়েন্টে কমপক্ষে দেড় শতাধিক পুলিশ অবস্থান নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।