ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
রামগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে আশিক (২৮) নামে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নওগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



আশিক শরসই গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

রামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন চৌধুরী বলেন, আশিক ইয়াবা ব্যবসায়ী। ঢাকার তেজগাঁও থানায় একটি মাদক মামলায় আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেয়।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এএসআই।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।