লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে আশিক (২৮) নামে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নওগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশিক শরসই গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
রামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন চৌধুরী বলেন, আশিক ইয়াবা ব্যবসায়ী। ঢাকার তেজগাঁও থানায় একটি মাদক মামলায় আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেয়।
তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এএসআই।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এমজেড