ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ বৃহস্পতিবার

লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঈদুল আজহা উদযাপিত হবে।
 
এতে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারসোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০ গ্রামের মানুষ দেশের অন্য স্থানের এক দিন আগেই ঈদ উদযাপন করবে।


 
সকাল ৯টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও তালিমুল কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হবে।

মাওলানা ইসহাক (রঃ) অনুসারী হিসেবে এ এলাকার মানুষ গত ৩৩ বছর ধরে মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।