টাঙ্গাইল: ফিটনেস বিহীন যাত্রীবাহী বাস ও কোরবানির পশুবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে সাভার পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়।
বিকল হওয়া যানবাহন সরিয়ে না নেওয়ায় এ দু’টি স্থানের দুই পাশে যানজট সৃষ্টি হয়। বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজ বিলম্বিত হওয়ায় ক্রমেই যানজট বেড়ে ৩৫ কিলোমিটারে পৌঁছেছে।
দ্রুত সময়ের মধ্যে উদ্ধার না হলে যানজট আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা পরিবহন চালক ও যাত্রীদের।
সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রসুলপুরে সাভার পরিবহনের বাস বিকল হয়ে যায়। এতে ওই এলাকার দুইপাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সাড়ে ৭টার দিকে গোড়াইলে পশুবাহী ট্রাক বিকল হয়। এতে ওই এলাকার দুইপাশে ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে, ট্রাক-বাস সংঘর্ষের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এক লেনে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এমজেড