ফেনী: ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের সীমান্ত এলাকার বিভিন্ন স্থান দিয়ে চামড়া পাচার রোধে সতর্ক পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনীর ৪ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শামীম ইফতেখার বাংলানিউজকে বলেন, চামড়া পাচার ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি জানান, চামড়া পাচারের সঙ্গে বিজিবির কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া আড়ৎদারদের সংগ্রহকৃত চামড়া এবং ঢাকায় চামড়া সরবরাহও বিজিবি মনিটরিং করবে বলে তিনি জানান।
এদিকে, চামড়া পাচার নিয়ে শঙ্কায় রয়েছেন ফেনীর চামড়া ব্যবসায়ীরা। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলে চামড়া পাচার সম্ভব হবে না বলে মনে করেন তারা।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর